তিন সিটিতে বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

সিটি নির্বাচনে জনস্বার্থে নিরাপত্তা নিশ্চিত করতে লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের ২৫শে এপ্রিল ভোর ছয়টা থেকে ১লা মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এবং সারা দেশে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের অপব্যবহার রোধ করতে আর্মস অ্যাক্ট-১৮৭৮-এর ধারা ১৭ (১) অনুযায়ী এ আদেশ জারি করা হলো। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারা মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও আদেশে বলা আছে। তবে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব বাহিনীর সদস্য, সরকারি, আধা সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীদের জন্য এ নির্দেশ প্রযোজ্য হবে না বলে আদেশে জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.