জোলি, কাজল ও টুইংকেলের পর মৌসুমী

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি, বলিউড তারকা কাজল ও টুইংকেলের পর এবার বিশ্বব্যাপী একটি সমাজকল্যাণ সংগঠনের সঙ্গে যুক্ত হলেন চিত্রনায়িকা মৌসুমী। জাতিসংঘের ইউএনএফপিএ বিশ্বব্যাপী তারকাদের নিয়ে কর্মজীবী মা’সহ সব মায়ের শিশুকে বুকের দুধ (শাল দুধ) খাওয়ানোর ব্যাপারে সচেতনতা গড়ে তুলছে বিগত বেশ কিছুদিন ধরে। মায়েদের সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এখন পর্যন্ত পিএসএম (পাবলিক সার্ভিস ম্যাসেজ)
-এ কথা বলেছেন অ্যাঞ্জেলিনা জোলি, কাজল ও টুইংকেল খান্না। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে মায়ের শাল দুধ খাওয়ানোর বিষয়ে ‘পিএসএম’-এ সংক্ষেপে কথা বলেছেন প্রিয়দর্শিনী তারকা মৌসুমী। বিষয়টি ভিডিও আকারে ধারণের কাজ সম্পন্ন হয়েছে গত শুক্রবার। স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীনে এটি নির্মাণ করেছেন লুসি তৃপ্তি গমেজ। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই বিটিভিসহ দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচার শুরু হবে। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এর আগেও আমি সমাজের কল্যাণমূলক কাজে, মানুষের সচেতনতামূলক কাজে আমি অংশগ্রহণ করেছি। এ ধরনের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সচেতন মানুষ হিসেবে সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসা থেকে আমি এসব কাজে অনেক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করি।’

No comments

Powered by Blogger.