‘যে যেখানে পারছে লুণ্ঠন করছে’ -আবদুল্লাহ আবু সায়ীদ

দেশের প্রতিটি স্তরে আগ্রাসীভাবে দুর্নীতি বিরাজ করছে উল্লেখ করে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, যে যেখানে পারছে সেভাবেই লুণ্ঠন করছে। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শিল্পকলা একাডেমিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে ‘শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সংবর্ধনা’ শীর্ষক এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, প্রতিটি জায়গায়, প্রতিটি অফিসে প্রতিটি স্থানে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক পর্যন্ত লুণ্ঠন করছে।  আমরা এখন সারাটা জাতিকে দস্যুতে পরিণত করে ফেলেছি। যে যেখানে পারছে সেভাবেই লুণ্ঠন করছে। আর এ লুণ্ঠনের আরেক নাম হচ্ছে দুর্নীতি। তিনি বলেন, এখন বলা যায় দুর্নীতির অবস্থা আমাদের দেশে খুবই আশঙ্কাজনক। দুর্নীতি যতো চলবে সমাজ ততো দরিদ্র্য হবে। দুদকের উদ্দেশে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, সত্যিকারের শক্তির প্রয়োগ না হলে দুর্নীতি প্রতিরোধের স্বপ্ন ব্যর্থ হবে। দুদকেরও প্রমাণের বিষয় আছে। এ প্রতিষ্ঠানকেও একটি ভূমিকা পালন করতে হবে।  প্রশ্ন রেখে তিনি বলেন, দুদক যে দুর্নীতি দমনের কথা বলছে, তারা কী দুর্নীতিমুক্ত? দুর্নীতি দমন বা প্রতিরোধের আগে তাদেরই দুর্নীতিমুক্ত হতে হবে।

No comments

Powered by Blogger.