অস্ট্রেলিয়া যেন ব্রাজিল

ব্রাজিলের সঙ্গে অস্ট্রেলিয়ার কি অদ্ভুত মিল। পেলের দেশ বিশ্বকাপ জিতেছে পাঁচবার। আর কারও সেই গৌরব নেই। অস্ট্রেলিয়াও পঞ্চমবারের মতো শিরোপা জিতল বিশ্বকাপের। মেলবোর্নে রবিবাসরীয় মহামঞ্চে পড়শি নিউজিল্যান্ডকে অনায়াসে সাত উইকেটে হারিয়ে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া।
ফুটবলে যেমন ব্রাজিল ব্যতীত অন্য দেশের পক্ষে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়নি, ক্রিকেটেও তেমনি পঞ্চমবার শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া। ব্রাজিল ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে। অস্ট্রেলিয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপে শেষ হাসি হাসল ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫-তে। তাই বলাই যায়, অস্ট্রেলিয়া যেন ব্রাজিল।

No comments

Powered by Blogger.