রাজধানীতে ৮ গাড়িতে আগুন

রাজধানীর পৃথকস্থানে আটটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের বিষয়টি অস্বীকার করা হয়েছে। সকাল ৮ টায় মগাবাজার রেলগেটে গাজীপুরগামী প্রভাতি পরিবহনের একটি বাসে দৃর্বৃত্তরা আগুন দেয়। সকাল ৮ টায় কাজীপাড়ায় গ্রামীণ পরিবহনের একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসটিতে আগুন ধরে যায়। সন্ধ্যা সাড়ে ৭ টায় ইস্কাটন লেডিস ক্লাবের পাশে একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময় শেরাটন হোটেলের পাশে অপর আরেকটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়। দুপুর ১টায় মিরপুরের প্রশিকা ভবনের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। রাত সোয়া ৮ টায় বাড্ডা এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বুত্তরা। রাত পৌনে ৯টার দিকে মিরপুরে একটি যাত্রীবাহি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় কদমতলীর ধোলাইপাড়ে ঢাকা মেট্রো-জ (১১-২৯৭৭) নম্বরের বোরাক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই বাসটি সম্পন্ন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া বেলা ১টায় গুলশান ২ নম্বরের গোল চত্বরে দুবর্ৃৃত্তরা পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাবুল আহমেদ, মোতালেব এবং ওবাইদুর রহমান নামে তিন পথচারী আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় জজকোর্ট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরিত হয়। রাতে মিরপুরের চৌরাঙ্গীর সামনে ও পুরবী সিনেমা হলের সামনেও একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এর আগে দুপুরে সেগুনবাগিচায় পররাষ্ট মন্ত্রণালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া বনানীর কাকলী ও মিরপুরের আইডিবি ভবনের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাত ৯টায় শ্যামলী রিং রোডে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শাহবাগ আজিজ সূপার মার্কেটেরর সামনে একটি বাসে দুটি ককটেল এবং চানখার পুল মোড়ে, তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃৃত্তরা। 

No comments

Powered by Blogger.