খালেদা জিয়ার সাথে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক সংসদীয় উপকমিটির একটি প্রতিনিধিদল। গতকাল গুলশান কার্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩৩ মিনিট পর্যন্ত এ বৈঠক হয়। বৈঠকে বিএনপির তরফ থেকে ইইউ প্রতিনিধিদলকে বিরোধী দলের ওপর সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরার পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। বিএনপির পে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও উপদেষ্টা এম এ কাইয়ূম। ক্রিশ্চিয়ান দান প্রেদার নেতৃত্বে ইইউ প্রতিনিধিদলে ছিলেন জোসেফ ওয়েডেনহোলজার, মারচিন গ্যাসিউক, লেভেন্তে সাজি, কারোল করসকি ও ব্রিজিত বাটাইলি। বৈঠক শেষে কোনো প সাংবাদিকদের সাথে কথা বলেননি। জানা গেছে, বৈঠকে বিরোধী দলের ওপর সরকারি নিপীড়নের চিত্র ভিডিও ফুটেজ ও দালিলিক তথ্য-উপাত্ত ইইউ প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয়।

No comments

Powered by Blogger.