ট্রেনের টয়লেটে সন্তান প্রসব

প্রসব বেদনায় ট্রেনের টয়লেটে গিয়ে সন্তান জন্ম দিয়েছেন ভারতের এক নারী। টয়লেটের প্যান দিয়ে নবজাতকটি নিচে পড়ে গেলেও জীবিত পাওয়া গেছে। সোমবার ভারতের রাজস্থান রাজ্যের হনুমানগড় স্টেশন এলাকায় এ অলৌকিক ঘটনা ঘটে। মঙ্গলবার এএফপির খবরে বলা হয়, স্টেশনের অল্প দূরেই কয়েক মিনিটের জন্য দাঁড়িয়েছিল ট্রেনটি। এ সময় মানু নামের ওই যাত্রীর প্রসব বেদনা ওঠে। তড়িঘড়ি টয়লেটে সন্তান জন্ম দিয়েই অজ্ঞান হয়ে যান তিনি। রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুভাষ বিষ্ণু জানান, ভারতের অধিকাংশ ট্রেনের শৌচাগার থেকে ময়লা সরাসরি রেললাইনে পড়ে। শিশুটিও শৌচাগারের ভেতর দিয়ে রেললাইনের ওপর পড়ে যায়। ট্রেনটি স্টেশনে চলে আসার পর অচেতন প্রসূতিকে টয়লেট থেকে উদ্ধার করা হয়। ওদিকে স্থানীয় এক নিরাপত্তারক্ষী নবজাতককে রেললাইনের ওপর কাঁদতে দেখে পুলিশকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুঁজে পান মা-বাবা। আরেক পুলিশ কর্মকর্তা রাম সিং বলেন, শিশুটি বেঁচে থাকবে, এমনটা বাবা-মা ভাবেননি। তারা খুবই খুশি।

No comments

Powered by Blogger.