আক্রান্ত হলে আত্মরক্ষার অধিকার আছে পুলিশের: আইজিপি

পুুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, যখন কোন ঘটনা ঘটে সেখানে সকল নাগরিকের আত্মরক্ষার অধিকার রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা হলে তাদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। কেউ গুলি করলে, তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালায়। তখন সন্ত্রাসীরা মারা যায়। পাল্টা প্রশ্ন করে আইজিপি বলেন, তারা যে নিরীহ লোক সেটা আপনারা কী করে বুঝবেন? লোকটা নিরীহ কি না, সেটা তো তদন্তের বিষয়। আক্রান্ত হলে আত্মরক্ষার অধিকার পুলিশের আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদে পদে জবাবদিহির মুখে পড়তে হয়।
বুধবার দুপুরে র‌্যাব সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় বেগম খালেদা জিয়াকে কবে গ্রেপ্তার করা হবে জানতে চাইলে আইজিপি বলেন, ‘এটা এ মুহূর্তে বলা যাবে না। পুরো বিষয়টি তদন্তকারী কর্মকর্তাদের ওপর নির্ভরশীল। তাঁরা যদি সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সহায়তা চায়, আমরা সহায়তা দেব। গণগ্রেপ্তার ও মামলার বিষয়ে আইজিপি বলেন, যারা নাশকতা করছে বা সন্দেহ আছে যে করতে পারে তাদের ডিটেক্ট করে গ্রেপ্তার করা হচ্ছে। হিযবুত তাহরীর আইএস-এর আদলে বড় ধরনের কোন ঘটনা ঘটাতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এরকম কোন তথ্য তার কাছে নেই। পুলিশ এই সংগঠনকে হুমকি মনে করে না। তবে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থানে রয়েছে। র‌্যাব সদর দপ্তরে যাওয়ার পর আইজিপি একেএম শহীদুল হককে র‌্যাবের পক্ষ থেকে গার্ড অফ অনার দেয়া হয়। পরে তিনি র‌্যাবের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং খোঁজ খবর করেন। এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ও র‌্যাব সদর দফতরের উর্দ্ধতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

No comments

Powered by Blogger.