কঠিন সময় চিরকাল থাকে না

রোদ-বৃষ্টি-ঝড়-তুষার ঠেলে দৈনিক ২১ মাইল হেঁটে অফিস করার প্রতিদান পেলেন সেই পরিশ্রমী জেমস রবার্টসন। টানা ১০ বছরে সেই কষ্ট অবশেষে লাঘব হল উপহার পাওয়া নতুন গাড়িতে। ছোটবেলায় বাবার কাছে শেখা নীতিকথার প্রতিফলন পেলেন বাস্তব জীবনে। বাবা বলেছিলেন, কঠিন সময় চিরকাল থাকে না কিন্তু চিরকাল থেকে যান কঠিন ধাতের মানুষরা। জেমসের রোজনামচা জানাজানি হওয়ার পরই কঠিন সময় কাটার সম্ভাবনা দেখা দিয়েছে তার। খবর প্রকাশের মাত্র কয়েকদিনের ব্যবধানে জেমসের জন্য সাহায্য উঠেছে ৩৫ হাজার ডলার। সেইসঙ্গে উপহার পেয়েছেন একটি ঝকঝকে নতুন ফোর্ড গাড়ি। জেমসের আসল উপকারটা করেছেন বন্ধু ব্লেক পোলাক।
তিনিই বিভিন্ন গণমাধ্যমের সামনে নিয়ে আসেন জেমসের হেঁটে অফিস যাওয়া সংগ্রামকে। এরপর তাদের সঙ্গে যোগ দেন কলেজছাত্র ইভান লিডি। তিনিই জেমসের নামে খোলেন ইন্টারনেট পেজ ‘গো ফাউন্ড মি’। এরপরই ক্রমাগত আসতে থাকে জেমসের পক্ষে সমর্থন ও সাহায্য। ২০০৫ সালে জেমসের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন নতুন গাড়ি কিনবেন, সেই টাকাও নেই। কিন্তু পেটের দায় যে বড় দায়। তাই পায়ের ভরসাতেই পথে নেমেছেন জেমস। ডেট্রয়েট থেকে রচেস্টার হিলসের যে এলাকায় তার অফিস, সেখানে সরাসরি কোনো বাস বা ট্রেন যায় না। দীর্ঘ ২১ মাইল হেঁটে অফিস করতেন তিনি। অফিস কামাই করার স্বভাবও তার নেই। সাম্প্রতিক তুষারঝড়ে আমেরিকার উত্তর-পূর্বাংশ যখন বরফে ঢেকে যায় তখনও পায়ে স্নো বুট পরে নির্দিষ্ট সময়েই অফিসে করেছেন তিনি। সিএনএন।

No comments

Powered by Blogger.