বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না ইংলাক

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা। তার বিরুদ্ধে দেশে বেশ কিছু ফৌজদারি অভিযোগ আছে। সেই অভিযোগে তার বিচার নিশ্চিত করতে দেশটির সামরিক জান্তা তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয় নি। থাই সামরিক জান্তার এক মুখপাত্র গতকাল এ কথা বলেছেন। গত বছর মে মাসে ইংলাককে ক্ষমতা থেকে উৎখাত করে সামরিক বাহিনী। তার পরে নানা চড়াই উৎরাই পেরিয়ে এ পর্যন্ত এলেও গত মাসে তাকে ৫ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয়। অভিযোগ, তিনি সরকারের কোটি কোটি ডলার খরচ করে ধান বা চাল কেনার সঙ্গে জড়িত। তাকে আদালতে হাজির হওয়ার জন্য আগামী ১৯শে ফেব্রুয়ারি আবেদন জানাবেন এটর্নি জেনারেল। ইংলাক এর আগেই গতকাল থেকে ২২শে ফেব্রুয়ারি বিদেশে থাকার অনুমতি চান। এর জবাবে এটর্নি জেনারেল বলেছেন, মামলার প্রথম কার্যদিবসে অভিযুক্তকে উপস্থিত থাকতে হবে। তা না হলে এ মামলা চালু করা যাবে না। ইংলাকের আইনজীবী নোরায়িত লালেঙ্গ বলেছেন, আদালতে শুনানির জন্য ইংলাককে সেখানে উপস্থিত থাকা বাধ্যতামুলক নয়। কারণ, প্রসিকিউটররা মামলাটি দেখাশোনা করছেন এবং তারা বিচারক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে। সরকার যদি আদালতের কথা বলে ইংলাকের আবেদন প্রত্যাখ্যান করে তা হবে শুধু অজুহাত। থাইল্যান্ডে রাজনৈতিক উত্তেজনা বিরাজমান। মানবাধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংস্থার।

No comments

Powered by Blogger.