সিলেটে সংঘর্ষ, গুলি গাড়ি ভাঙচুর, আটক ৭

হরতালে সিলেটে নগরীর শেখঘাট এলাকায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ঝটিকা মিছিল চালিয়ে শিবিরকর্মীরা ১০টি যানবাহন ভাঙচুর করেছে। এছাড়া রাস্তায় ব্যারিকেড ও টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছে হরতালকারীরা। এ সময় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। হরতালের শুরুতেই সকাল সাড়ে ৯টায় দক্ষিণ সুরমা উপজেলায় চন্ডিপুল নামক এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। কিছুক্ষণ অবস্থান করে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। একই সময় শহরতলির টুকেরবাজার এলাকার অনন্তপুর নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। পুলিশ আসার পর তারা পালিয়ে যায়। সকাল ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইলের ধরপুর ৩টি  সিএনজি অটোরিকশা ও একটি ট্রাক ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। একই সময় নগরীর চৌকিদিখি এলাকায় কয়েকটি মোটরসাইকেল নিয়ে জামায়াত-শিবির নেতাকর্মী মিছিল করার চেষ্টা করে। মিছিল না করতে পেরে তারা রাস্তায়  ইট-পাথর ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদিকে, নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে শিবিরকর্মীরা। এ সময় তারা রাস্তা ব্যারিকেড দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করলে শিবির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পালানোর সময় তারা বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। পরে শেখঘাট শুভেচ্ছা ৩৪৮ নম্বর বাসা থেকে শিবির সন্দেহে আশরাফ আহমদ ও নূরুল ইসলাম নামের দুই জনকে  আটক করে পুলিশ। ফাঁকা গুলি ছুড়ে শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান। এর পরপরই শেখঘাট এলাকায় ছাত্রশিবির পালিয়ে যাওয়ার পর জেলা ছাত্রলীগের সভাপতি শাহরীয়ার আলম সামাদের নেতৃত্বে শেখঘাট এলাকায় মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। হরতাল চলাকালে গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত-শিবিরের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে জালালাবাদ থানার ধনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ধনপুর গ্রামের বাসিন্দা খলিল আহমদ। তার ছেলে জাবেদ আহমদ ও মনির আহমদ। এছাড়াও এই গ্রামের কুদ্দুস মিয়া ও সাদ্দাম হোসেন নামের আরও দুই জনকে আটক করা হয়েছে। জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানিয়েছেন, বুধবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইলের ধনপুর এলাকায় ৩টি সিএনজি অটোরিকশা ও একটি বাস ভাঙচুর করেছে। ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত-শিবিরের ৫ কর্মীকে আটক করা হয়েছে। জামায়াতের বিক্ষোভ মিছিল: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, কাল্পনিক ও উদ্ভট কল্পকাহিনী বানিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে দেয়া অন্যায় মৃত্যুদণ্ডাদেশের রায় জাতি মেনে নেয়নি। হরতালের প্রথম দিন বুধবার ভোর থেকেই নগরী জুড়ে পিকেটিং শেষে মিছিল-সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। নগরীর মিরাবাজার, নয়াসড়ক, শেখঘাট, মেডিক্যাল রোড, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইটসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারি এডভোকেট আবদুর রব, জামায়াত নেতা এডভোকেট জিয়াউদ্দিন নাদের, মাওলানা মুজিবুর রহমান, শামীম আহমদ, আজিজুল ইসলাম, আনোয়ার আলী, রফিকুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, চৌধুরী আবদুল বাছিত নাহির, শফিকুল আলম মফিকশাহেদ আলী, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আবদুর রাজ্জাক ও সেক্রেটারি মাসুক আহমদ প্রমুখ।

No comments

Powered by Blogger.