আতশবাজি আর উন্মাদনায় বর্ষবরণ

ঘড়ির কাটায় ১২টা ১ মিনিট। মূহমূহ আতশবাজি। বর্ণিল আলোকচ্ছটা। এভাবেই ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছে তারুণ্য। বর্ষবরণ উপলক্ষে রাজধানীর অভিজাত এলাকার বেশিরভাগ বাড়িতে আয়োজন করা হয় অনুষ্ঠানের। পাঁচ তারকা হোটেলগুলোতে ছিল বিশেষ অনুষ্ঠান। এসব হোটেলের ডিজে পার্টিতে ছিল উপচেপড়া ভীড়। নাচ-গানের উন্মাদনায় হারিয়ে যায় তারুণ্য। তবে বরাবরের মতো এবারও রাজধানীতে বছর বরণের কেন্দ্রস্থল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, রাত ১২টা ১ মিনিটে সেখানে নেচে-গেয়ে তরুণ-তরুণীরা আনন্দের মধ্য দিয়ে বর্ষবরণের উৎসবে অংশ নেয়। বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকা বিকাল থেকে পুলিশ বন্ধ করে দিলেও অনেকে দুপুরের আগেই ক্যাম্পাসে ঢুকে পড়েন এবং বর্ষবরণের উৎসবে শামিল হন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় তারুণ্যের উচ্ছ্বাসের সঙ্গে ছিল আগুনের খেলাও। কাউকে দেখা যায় আতশবাজি ফোটাতে, অনেকে হাজির হন ঢোল আর খোল-জুরির ঝংকার নিয়ে। এবার বর্ষবরণের উৎসবে সরব ছিল রাজধানীর নতুন বিনোদন কেন্দ্র হাতির ঝিল। তবে অভিজাত হোটেলগুলোর বর্ষবরণ ছিল অনেটা অন্যরকম। পশ্চিমাধাচে উন্মাতাল নৃত্য আর নানা ধরনের পানীয় ছিল এসব অনুষ্ঠানের প্রধান অনুসঙ্গ। ‘ঢাকা রিজেন্সি’ হোটেলে আয়োজিত বর্ষবরণের খবর সংগ্রহ করতে গেলে হোটেলটির কর্মচারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন কয়েকজন সাংবাদিক। মধ্যরাতে আরটিভি, চ্যানেল ২৪ এর রিপোর্টার ও ক্যামেরাম্যানরা লাঞ্জিত হন। ঢাকার বাইরে সিলেট ও কক্সবাজারেও বর্ষবরণ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

No comments

Powered by Blogger.