বাংলাদেশ-জাতিসংঘ যৌথ পর্যবেক্ষণ- নৌ-চলাচল বন্ধের সুপারিশ

শেলা নদীতে ট্যাংকারডুবির ঘটনায় সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপর আপাতত তেলের প্রভাব সীমিত বলে জানিয়ে বৈচিত্র্যপূর্ণ ওই বনের মধ্য দিয়ে নৌ-চলাচল বন্ধের সুপারিশ করেছে জাতিসংঘের বিষেশজ্ঞ পর্যবেক্ষক দল। বুধবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সুরমা হলে আয়োজিত পর্যবেক্ষণের সারসংক্ষেপ জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ দলের প্রধান এমিলিয়া ওয়ালস্ট্রম এ সুপারিশ করেন। তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হবে। সুন্দরবনের শেলা নদীতে তেল নিঃসরণ দুর্ঘটনার মূল্যায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে এ পর্যবেক্ষণ করে জাতিসংঘের এ বিষেশজ্ঞ দলটি। সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত এ পর্যবেক্ষণে বলা হয়, ম্যানগ্রোভ ও জলজ বাস্তুতন্ত্রের ওপর আপাতত তেলের প্রভাব সীমিত। স্থানীয় জনসাধারণের তৎপরতা, সরকার বিশেষ করে বনবিভাগের দুর্ঘটনা-পরবর্তী সময়ে শেলা নদীতে ট্যাংকার চলাচল নিষিদ্ধ করার সময়োপযোগী উদ্যোগ, সর্বোপরি জোয়ার-ভাটার পরিবর্তন পরিস্থিতির অনুকূলে থাকায় ?বাস্তুব্যবস্থার মধ্যে তেলের অনুপ্রবেশের সুযোগ অনেকটাই কমিয়ে দেয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরিবেশগত দৃষ্টিকোণ থেকে সুন্দরবনের মতো মহামূল্যবান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মাঝখান দিয়ে নৌ-চলাচল বন্ধ করা উচিত। যদিও এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুকূলে থাকায় এ দুর্ঘটনার তাৎক্ষণিক প্রভাবকে সীমিত রাখতে সাহায্য করেছে, তদপুরি এ রকম একটি সংবেদনশীল জায়গার মধ্য দিয়ে তেলের ট্যাংকার পরিবহন সুন্দরবনের পরিবেশ এবং একে ঘিরে বেঁচে থাকা মানুষের জীবনের জন্য অনেক বড় একটা হুমকি হয়ে দাঁড়াবে। তাই এ পথে নৌ-চলাচল করতে দেয়ার আগে প্রয়োজনীয় সুরক্ষা এবং নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করে নৌযান চলাচল করতে দেয়ার পরামর্শ দেয় বিশেষজ্ঞ দলটি। উল্লেখ্য, গত ৯ই ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে একটি জাহাজের ধাক্কায় সাড়ে তিন লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে ডুবে যায় ট্যাংকার ‘ওটি সাউদার্ন স্টার-৭’। এ ঘটনার পরে সুন্দরবনের বাস্তুতন্ত্র ও এর ওপর নির্ভরশীল স্থানীয় সমপ্রদায়ের ওপর নিঃসরিত তেলের সম্ভাব্য প্রভাব এবং উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন এবং তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সহযোগিতা করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে (ইউএনডিপি) অনুরোধ করে সরকার। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ একটি বিশেষজ্ঞ দল পাঠায়। ওই বিশেষজ্ঞ দলের সঙ্গে ইউনাইটেড নেশনস ডিজ্যাস্টার অ্যাসেসমেন্ট অ্যান্ড কো-অর্ডিনেশন, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ইউএনডিপি, ইউএসএআইডি, ইউনিয়ন সিভিল প্রোটেকশন মেকানিজম, ফ্রান্স সরকার এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির সদস্যসহ মোট ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ পর্যবেক্ষণে অশংগ্রহণ করে। দলটি সুন্দরবন এলাকায় ৬ দিন অবস্থান করে।

No comments

Powered by Blogger.