ইংল্যান্ড ও ওয়েলসে ৭,০০০ ভূসম্পত্তি তলিয়ে যাবে সমুদ্রগর্ভে

ইংল্যান্ড ও ওয়েলসের প্রায় ৭ হাজার বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠান সমুদ্রগর্ভে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ৩,৪৫৩টি বাড়িঘর এবং ব্যবসা-প্রতিষ্ঠানসহ ৩,২১৬টি অনাবাসিক ভূসম্পত্তি সমুদ্রের পাতিতে তলিয়ে যেতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রধানত, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে হারে বাড়ছে, তাতে এ উদ্বেগ প্রকাশ করেছেন এনভায়রনমেন্ট এজেন্সি’র বিশেষজ্ঞরা। এর কারণ বিশালাকায় ঢেউ ও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের উপকূলরেখা মুছে গিয়ে দ্রুতই আরও কাছে এগিয়ে আসছে। এভাবে চলতে থাকলে, ৮০০ ভূসম্পত্তি আগামী ২০ বছরের মধ্যে সমুদ্রে তলিয়ে যাবে। এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের। একই সঙ্গে ঝড়ের আশঙ্কাও বাড়তে থাকবে। যদি এ ভূসম্পত্তিগুলোকে সমুদ্রগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করতে হয়, সেক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। পরিবেশ সংস্থার মতে, প্রাকৃতিক এ দুর্যোগে ১০০ কোটি পাউন্ডেরও বেশি ভূসম্পত্তি পানিতে তলিয়ে যাবে। আগামী ১০০ বছরে স্থানীয় ৬টি অঞ্চল- গ্রেট ইয়ারমাউথ, সাউদ্যাম্পটন, কর্নওয়াল, নর্থ নরফোক, ইস্ট রাইডিং ও স্কারবরোর প্রতিটি থেকে ২ শতাধিক বাড়িঘর সমুদ্রগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়া হলে, তার ক্ষতিপূরণের দাবি জানিয়েছে স্থানীয় সংগঠনগুলো। সম্প্রতি আগামী ৬ বছরের জন্য ২৩০ কোটি পাউন্ড অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার, যার মূল অংশ ব্যয় হবে প্রাকৃতি দুর্যোগ ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায়। ১৫,০০০ ভূসম্পত্তিকে সমুদ্রে তলিয়ে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হবে এ ৬ বছরে।

No comments

Powered by Blogger.