ভারতে বিচারপতি নিয়োগ বিলে রাষ্ট্রপতির সম্মতি

ভারতে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে ‘কলেজিয়াম ব্যবস্থা’ বাতিল করে আনা সংবিধান সংশোধনী বিলে গতকাল বুধবার সম্মতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। খবর ইকোনমিক টাইমস। ভারতের পার্লামেন্টে গত বছরের (২০১৪) আগস্ট মাসে দ্য ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন (এনজেএসি) বিল পাস হয়। এর ফলে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগের দায়িত্ব সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ‘কলেজিয়ামের’ হাতে থাকল না। ছয় সদস্যের এক কমিশন তা পালন করবে। এ বিলের মধ্য দিয়ে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করে আইনসভার অধিকার প্রতিষ্ঠিত হবে। ভারতের সংবিধানের ১২৪তম সংশোধনী এনে বিলটি উত্থাপন করা হয়। ভারতের ২৯টি রাজ্যের মধ্যে ১৬টি রাজ্য এই বিলে স্বাক্ষর করেছে।
কোনো সাংবিধানিক সংশোধন আনতে গেলে অন্তত ৫০ শতাংশ রাজ্য আইনসভার সম্মতি দরকার হয়। কলেজিয়াম ব্যবস্থা অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ আরও চার জ্যেষ্ঠ বিচারপতিকে নিয়ে গঠিত কমিটিই বিচারপতি নিয়োগ করতেন। নতুন বিল অনুযায়ী, সেই দায়িত্বে থাকবেন মোট ছয়জন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আরও দুজন জ্যেষ্ঠ বিচারপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং দুজন বিশিষ্ট আইনজ্ঞ। দুই আইনজ্ঞকে বেছে নেবেন প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী নেতা অথবা প্রধান বিরোধী দলের নেতা। এ ছয়জন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের সুপারিশ দেওয়ার পর সই করবেন রাষ্ট্রপতি। কোনো নাম নিয়ে রাষ্ট্রপতির আপত্তি থাকলে দ্বিতীয়বার তা বিবেচনা করা হবে। এ বিলের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও অধিকার খর্ব করা হলো কি না, তা নিয়ে কয়েক দিন ধরেই বিতর্ক চলছে।

No comments

Powered by Blogger.