পল্লবীতে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর পল্লবীতে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে ৭ জন আহত হবার খবর পাওয়া গেছে। আহত একজনকে গ্রেফতার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী এলাকায় হরতালের সমর্থনে বিএনপি-জামায়াত কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি-জামায়াত কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশের তাদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ ও তাদের প্রতি লক্ষ্য রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৭/৮ জন আহত হন। পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানান, বিএনপি-জামায়াতকর্মীরা রাস্তায় নেমে জন চলাচলে বিঘ্ন সৃষ্টি গাড়ি ভাংচুরের চেষ্ট করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করে এবং রাবার বুলেট ও ছররা গুলি ছুড়ে তাদের সরিয়ে দেয়।
তিনি বলেন, এসময় ছররা গুলিতে একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি। গাজীপুরে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদ এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ দলীয় নেতাদের মুক্তি দাবিতে সারা দেশে ২৪ ঘণ্টার এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

No comments

Powered by Blogger.