সরকারের দমন-পীড়নের মুখেও নেতাকর্মীরা রাস্তায় নেমে আসছে

জনগণ স্বত:স্ফূর্তভাবে হরতাল পালন করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন- সরকারের দমন-পীড়নের মুখেও নেতাকর্মীরা রাস্তায় নেমে আসছে। জনগণ যার যার অবস্থান থেকে ২০ দলীয় জোটের এ কর্মসূচিকে সমর্থন দিচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে সোমবার সকাল ৭টায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনেই অবস্থান নেন রিজভী।
এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ির সংখ্যা তেমন নেই। দোকানপাট, অফিস-আদালতে মানুষের যাতায়াতও তেমন নেই। এ থেকেই আপনারা বুঝতে পাচ্ছেন এ দেশের মানুষ কী পরিমাণে ২০ দলীয় জোটকে সমর্থন করছে।’
তিনি বলেন, ‘এ হরতাল হচ্ছে জনগণের পক্ষে। হরতাল সফল হচ্ছে ও হবে। তিনি সর্বস্তরের জনগণকে সন্ধ্যা পর্যন্ত স্বত:স্ফূর্তভাবে হরতাল পালনের আহ্বান জানান।
এ সময় ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তারসহ বেশ কয়েকজন নেতাকর্মী রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন।

No comments

Powered by Blogger.