বেঙ্গালুরুতে বোমা বিস্ফোরণ নিহত ১, আহত ৫

ভারতের বেঙ্গালুরুর এমজি রোডের চার্চ স্ট্রিটে এক বিস্ফোরণে নিহত হয়েছেন এক নারী। আহত হয়েছে পাঁচজন। গতকাল রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ভবানি (৩৭) বলে চিহ্নিত করা হয়েছে। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। পুলিশ জানিয়েছে, একটি ডিভাইস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি রেস্টুরেন্টের দুইটি ফুল গাছের মাঝে ডিভাইসটি স্থাপন করা হয়। কর্ণাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কেজে জর্জ বলেছেন, তদন্তের জন্য অপেক্ষা করা হবে। সব ধরণের সতর্কতা গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ ঘটনা নিয়ে এনএসএস, আইবি প্রধান ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করছেন। তিনি ইতোমধ্যেই কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ-এর সঙ্গে কথা বলে কেন্দ্রের সকল ধরণের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এ নিয়ে চারবার দেশটির প্রযুক্তি শহর বলে পরিচিত বেঙ্গালুরুতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো। এর আগে ২০০৮, ২০১০ ও ২০১৩ সালেও বোমা বিস্ফোরিত হয়েছিল বেঙ্গালুরুতে। ২০০৮ সালে ৯টি পৃথক স্থানে সিরিজ বোমা হামলায় ২ ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছিল। ২০১০ সালে আইপিএল ম্যাচের আগে দুই বোমা বিস্ফোরণে ১৫ ব্যক্তি আহত হয়েছিল। ২০১৩ সালে নির্বাচনের কয়েকদিন আগে বিজেপি রাজ্য সদর দপ্তরের বাইরে এক বোমা বিস্ফোরণে আহত হয়েছিল ১৬ ব্যক্তি।

No comments

Powered by Blogger.