বিস্ময়কর শব্দে কেঁপে উঠলো বৃটেন

মহাশূন্য থেকে ভেসে এল বিকট এক শব্দ। তাতে কেঁপে উঠল বৃটেন। লানদুদনো থেকে ক্রাইডোন, ডেভন থেকে নরউইচ সর্বত্রই এ শব্দ। মানুষ হতবিহ্বল হয়ে ঘর থেকে বেরিয়ে এলো রাস্তায়। আকাশে তাকিয়ে দেখতে পেল সেই চিরায়ত মহাশূন্য। আগে যেমনটা ছিল এখনও তেমনি আছে। না কোন এলিয়েন বা আগন্তুক নেই। নেই গোয়েন্দা বিমান। তাহলে কোথা থেকে ভেসে এলো এই রহস্যময় শব্দ! কোন কূল কিনারা করতে পারলেন না কেউ। তবে এক বিশেষজ্ঞ বললেন, হতে পারে এটা কোন অত্যন্ত গোপন যুদ্ধবিমান থেকে বিস্ফোরণ ঘটানোর শব্দ। এ ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে দশটায়। এ রাতে হাজার হাজার মানুষ শুনেছে এ শব্দ। বিকট সেই শব্দ। বজ্রপাতের মতো। কেউ মনে করেছিলেন এটা কোন সুপারসনিক বিমানের, যা শব্দের প্রতিবন্ধকতার বিরুদ্ধে চলার সময় তৈরি করে বিকট শব্দ। চারদিকে এমন শব্দ নিয়ে ব্যাপক কৌতুহল। কোথা থেকে এলো এ শব্দ! সঙ্গে সঙ্গে টুইটার ও ফেসবুকের মতো সামাজিক মিডিয়ায় কৌতুহলী প্রশ্ন। এসব সাইট মিনি টুইটে সয়লাব হয়ে যায়। তবে বিস্ময়ের বিষয় হলো- একই রকম শব্দ শোনা গেছে নিউ ইয়র্কের বাফেলোতেও। এই বাফেলো বৃটেন থেকে কয়েক হাজার মাইল দূরে।

No comments

Powered by Blogger.