করোনেশন বালিকা বিদ্যালয় সম্পর্কিত সংবাদ প্রসঙ্গে by ফারহানা নাজ

গত ০৬-০৯ সেপ্টেম্বর জাতীয় ও স্থানীয় পত্রিকায় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩০-৮-২০১৪ সংঘটিত একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রকাশিত হয়েছে। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী স্নেহার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে কর্তৃপক্ষ মনে করে। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ঘটনা অবহিত হওয়ার পরপরই স্নেহাকে শুশ্রƒষা করা, বাবা-মাকে তাৎক্ষণিকভাবে খবর দেয়া, প্রধান শিক্ষিকা সাতজন শিক্ষকসহ ঘটনার দিনই স্নেহাদের বাসায় যাওয়া, স্নেহার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা বাবদ ২৫ হাজার টাকা প্রদান, তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করার আশ্বাস, ঘটনার দিনই তদন্ত কমিটি গঠন, ভিজিলেন্স টিম গঠন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, বিদ্যালয়ের উভয় শিফটে দৈনিক সমাবেশে, প্রতিটি কাসে সতর্কতা ও উপদেশমূলক বক্তব্য প্রদান, নোটিশ প্রদান, ওই পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাকরাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ মহল  বা ব্যক্তিরা স্নেহার ঘটনাকে পুঁজি করে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে শত বছরের ঐতিহ্যবাহী ও দেশের অন্যতম শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠ এবং এর কর্তৃপক্ষের সুনাম ও ভাবমর্যাদা ুণœœ করতে বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ঘটনার পর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় সাত দিনের মধ্যে এর সাথে জড়িত তিন ছাত্রীকে শনাক্ত করা সম্ভব হয়। জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে গত ০৮-০৯-২০১৪ অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত মোতাবেক দোষী তিন ছাত্রীকে ছাড়পত্র প্রদান এবং থানায় জিডি করার মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বার্থান্বেষী মহল যাতে অপপ্রচারের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমর্যাদা ুণœকরতে না পারে, সে ব্যাপারে কর্তৃপক্ষ সহায়তা প্রত্যাশা করে।
ফারহানা নাজ, প্রধান শিক্ষিকা, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা

No comments

Powered by Blogger.