দু’টি ধর্মীয় উৎসব উপলক্ষে সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরাইলি পুলিশ

ইসরাইলে শুক্রবার মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা ও ইহুদিদের অন্যতম প্রধান ধর্মীয় দিবস ইয়ম কিপ্পুর উপলক্ষে দু’পক্ষই যখন প্রস্তুতি নিচ্ছে, তখন সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিল দেশটির পুলিশ। খবর এপির। প্রায় তিন দশকের মধ্যে এবারই সর্বপ্রথম এ দু’টি ভিন্ন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান দু’টি উৎসব একই দিনে হতে যাচ্ছে। গোটা ইসরাইলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো ধরনের সহিংসতা তৈরি না হতে পারে। বিশেষ করে জেরুজালেম, জাফফা, ইয়াফো, হাফিয়া, একরে শহরে সংখ্যালঘু মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় সেসব শহর নিয়েই উদ্বেগ বেশি। ঈদুল আজহা মুসলমানদের বিশেষ দিন। এদিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোনো পশু কোরবানি দিয়ে থাকে এবং গরিবদের মাঝে সেসবের অংশবিশেষ বিতরণ করে। ইসরাইলি মুসলমানরা সাধারণত ভেড়া কোরবানি দিয়ে থাকে বেশি। অপরদিকে ইয়ম কিপ্পুর হচ্ছে ইহুদিদের একটি বিশেষ দিন, যেদিন নিজেদের পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চায় তারা। এদিন ইহুদিরা পানাহার থেকে বিরত থেকে প্রার্থনায় মত্ত হয়। ইসরাইলে এ মুহূর্তে বিমানবন্দরগুলো বন্ধ হয়ে গেছে। টিভি ও রেডিও স্টেশনগুলোও নীরব হয়ে গেছে। মহাসড়কে গাড়ি নেই বললেই চলে, তবে অনেক সেক্যুলার ইহুদি নিজেদের বাইসাইকেল নিয়ে রাস্তায় বেরিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, নিরাপত্তার কারণে তারা পশ্চিম তীর ও গাজার সীমান্তসংশ্লিষ্ট রাস্তা বন্ধ করে দিয়েছে। যে কোনো ইহুদি উৎসবের সময়ই সাধারণত এটি করা হয়।

No comments

Powered by Blogger.