গরু রপ্তানি নিষিদ্ধ চান ‘আরএসএস’ প্রধান

ভারতের উগ্র হিন্দুবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের প্রধান মোহন ভাগবত প্রতি বছরের মত এ বছরও বিজয়া দশমিতে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এবারই প্রথম সরকারি দূরদর্শনে সেই ভাষণ সরাসরি সম্প্রচার করায় বিরোধী রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদ জানিয়েছেন। তবে বিজেপির নেপথ্য চালিকা শক্তি হিসেবে প্রচারিত আরএসএস প্রধান মোহন ভাগবত যথারীতি তার ভাষণে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন। তার বক্তব্য, পশ্চিমবঙ্গ ও আসামে জনসংখ্যার বৈষম্যেও মূলে রয়েছে সীমান্তের ওপার থেকে অবৈধভাবে আসা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ। তিনি বলেছেন, এই সব রাজ্যে শাসক দল উগ্রবাদী শক্তির কাছে আত্মসমর্পন এবং তোষণনীতি অবলম্বন করায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে জাতীয় নিরাপত্তা এই অঞ্চলে প্রবল হুমকির মুখে রয়েছে।  এই চ্যলেঞ্জ মোকাবেলায় ভাগবত সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সীমান্তে চোরা কারবারের সঙ্গে যুক্ত এই সমাজেরই সেই বিশেষ শ্রেণির মানুষই। আর সীমান্তের ওপার থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের যারা আশ্রয় দিচ্ছেন তারা এই দেশেরই নাগরিক। সামাজিক পরিস্থিতিই গরীবদেও শোষনের পরিস্থিতি তৈরি করেছ্।ে ফলে উগ্রবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে। উন্নয়নের সুফল নীচুতলার মানুষের কাছে পৌঁছে দেবার জন্য প্রশাসকদেও সতর্ক থাকার কথা বলেছেন আরএসএস প্রধান। তিনি প্রস্তাব করেছেন, মাংস, বিশেষ করে গরুর মাংস রপ্তানি এবং গরু চোরাচালান নিষিদ্ধ করা উচিত।

No comments

Powered by Blogger.