গো-হত্যা খুন হিসেবে গণ্য করা উচিত : বিজেপি নেতা

গো-হত্যাকে খুন হিসেবেই গণ্য করা উচিত। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন হরিয়ানার বিজেপি প্রধান রামবিলাস শর্মা।

হরিয়ানার বিধানসভা নির্বাচনের যে ইস্তেহারটি বৃহস্পতিবার রামবিলাস শর্মা প্রকাশ করেন তাতে লেখা হয়েছে, ‘বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে গো-হত্যা নিয়ে আইনের কঠোর বাস্তবায়নের জন্য শক্তিশালী পদক্ষেপ নেয়া হবে। এমনকি ইস্তেহার কমিটির চেয়ারম্যান গণেষী লাল বলেছেন গো-হত্যাকে নিন্দনীয় নরহত্যার সমান গণ্য করা উচিত।’

রাজ্য বিজেপি মুখপাত্র বীর কুমার যাদব জানিয়েছেন, দল গো-হত্যা নিয়ন্ত্রণ নিয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর আমরা আইনের সংশোধন করে খুনের মতো গো-হত্যা শাস্তিমূলক অপরাধ করে দেব। প্রয়োজনে এই আইনের সংশোধনে কেন্দ্রের অনুমতি নেব।’

ওই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র মুক্তার আব্বাস নাকভি। আগামী ১৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। মোট ৯০টি বিধানসভা আসনের জন্য লড়াই হবে। এই প্রথমবার এককভাবে হরিয়ানায় এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি।

No comments

Powered by Blogger.