মৌসুমী যখন ‘রাত্রির যাত্রী’

এক মধ্যরাতে ট্রেন থেকে কমলাপুর স্টেশনে নামলেন মৌসুমী। তাকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার কথা সালাহউদ্দিন লাভলুর। কোন কারণে লাভলুর আসা হয় না। স্টেশনে অপেক্ষা করার পর মৌসুমী রাজধানী ঢাকা শহরের পথে নামেন। ঢাকায় নতুন আসা একটি মেয়ের জন্য রাতের শহর এক বিচিত্র অভিজ্ঞতা। সারা রাত ঘটে যাওয়া অসংখ্য ঘটনার মধ্যে ছিনতাইকারীদের হাতে পড়ে ব্যাগ মোবাইল সব হারান তিনি। একটা সময় তার মনে হয়, যে স্বপ্ন নিয়ে তিনি ঢাকা শহরে এসেছিলেন তার সেই স্বপ্ন রীতিমত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। সারাটা রাত রাজধানীর পথে পথে ঘুরে ঘুরে মৌসুমী বনে যান ‘রাত্রির যাত্রী’। এক সময় ভোর হয়। ভোরে তাকে নিয়ে আসেন ছবির নায়ক আনিসুল হক মিলন। এখন মৌসুমী কি করবেন? স্বপ্নের ঢাকাতেই থাকবেন নাকি ফিরে যাবেন গ্রামের বাড়িতে। এরকম একটি অন্যরকম গল্প নিয়ে নতুন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব নির্মাণ করতে চলেছেন তার জীবনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’। অনেক আগেই স্বল্পদৈর্ঘ্য ছবি বানিয়ে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে রেখেছেন হাবিবুল ইসলাম হাবিব। ১৯৮৭ সালে তিনি নির্মাণ করেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’। এরপর ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন নিয়ে ১৯৯১ সালে নির্মাণ করেন ‘বিজয় নব্বই’। মঞ্চ নাটকের আলোচিত দল ‘প্রেক্ষাপট’-এর অনেক আলোচিত নাটকের নাট্যকার হাবিবুল ইসলাম হাবিব বেশ জেনে বুঝেই নির্মাণ করবেন ‘রাত্রির যাত্রী’। আগামী ২০শে অক্টোবর থেকে আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে কাজ শুরু হবে এ ছবির। এফডিসির জহির রায়হান কালার ল্যাব প্রেক্ষাগৃহে হবে এই মহরত। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য সচিব মরতুজা আহমদ। বিশেষ অতিথি থাকবেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, এসএম মাহমুফুল হক নূরুজ্জামান, বিপিএম, পিপিএম ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চলচ্চিত্র ব্যক্তিত্ব সোহানুর রহমান সোহান, আবু মুসা দেবু, রেজা লতিফ, মুশফিকুর রহমান গুলজার ও খোরশেদ আলম খসরু। নভেম্বর থেকে শুরু হবে টানা শুটিং। ব্যাংক অব অডিও ভিজ্যুয়াল আর্টের প্রযোজনায় নির্মাণ হবে ‘রাত্রির যাত্রী’ ছবিটি। বর্তমান চলচ্চিত্রে ভাল ছবির প্রসঙ্গ উঠলেই চলে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মৌসুমীর নাম। গল্পকে প্রাধান্য দিয়ে সব সময়ই অভিনয় করে থাকেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘রাত্রির যাত্রী’ ছবির গল্পটা আমার কাছে খুব ভাল লেগেছে। অন্যরকম একটা গল্প। আমার বিশ্বাস, পরিচালকের স্বপ্নের চরিত্রে ভালভাবে অভিনয় করতে পারবো। মৌসুমী বলেন, এখন তো মনের টানে অভিনয় করি। ভাল চরিত্রে অভিনয়ের জন্য মনটা ব্যাকুল থাকে। ‘রাত্রির যাত্রী’ একটি ভাল গল্পের ছবি হিসেবে দর্শকদের সামনে আসবে- এমন নিশ্চয়তা আমি দিতে পারি। অভিনয় জীবনের ২০ বছরে এসে মৌসুমী তার পছন্দ মতো চরিত্রে প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে অভিনয় করে চলেছেন। ছবি পরিচালনাও করছেন। বর্তমানে মৌসুমীর হাতে রয়েছে বেশকিছু ছবি। এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘এক কাপ চা’, ‘ভালবাসতো’, ‘শূন্য হৃদয়’, ‘লিডার’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘সৌভাগ্য’, ‘অপারেশন নাইনটিন নাইনটি ওয়ান’, ‘উপমা’।  শুরু হতে চলেছে ‘রাত্রির যাত্রী’।

No comments

Powered by Blogger.