আল-আকসা মসজিদ বন্ধ- ফিলিস্তিনি তরুণ নিহত

মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র বিবেচিত আল-আকসা মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। বুধবার বন্দুকধারীর গুলিতে কট্টরপন্থী এক রাব্বি আহত হওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ বৃহস্পতিবার পূর্ব জেরুসালেমে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনি তরুণদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইসরাইলি সৈন্যদের গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। ইসরাইলের গণনিরাপত্তা মন্ত্রী বলেন, ‘পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত’ আল-আকসা মসজিদ বন্ধ থাকবে।  ফিলিস্তিনি প্রেসিডেন্ট মসজিদ বন্ধ করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এটা ‘যুদ্ধ ঘোষণার’ সামিল।

ইসরাইলি পুলিশ বৃহস্পতিবার গুলি করে মুতাজ হিজাজি নামের এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। পুলিশ দাবি করেছে, হিজাজিই আমেরিকান বংশো™ভূত রাব্বিকে গুলি করার জন্য দায়ী। এই রাব্বি আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা করার অধিকার দাবি করছিলেন। আল জাজিরা জানিয়েছে, হিজাজিকে (৩২) আল-থুরি এলাকায় হত্যা করা হয়। এর আগে তিনি ১১ বছর ইসরাইলি কারাগারে ছিলেন। এই ঘটনায় জেরুসালেমে উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.