ছেলে না মেয়ে? ১২ পুত্রের পর ১৩তম সন্তানের অপেক্ষা

যুক্তরাষ্ট্রের মিশিগানে এক দম্পতির ১২ সন্তান রয়েছে। সবাই ছেলে। আগামী ৯ মে তাদের ঘরে আসছে ১৩তম অতিথি। সে কী হবে? ছেলে না মেয়ে? এ নিয়ে চলছে জল্পনা। পরিবারটির সদস্যরা বলছে, ধারাবাহিতার লঙ্ঘন ঘটলেও তারা অখুশি হবে না। জে ও ক্যাটেরি স্কওয়াডট পরিবারের এই খবর এখন ব্যাপক আলোচিত বিষয়। ক্যাটেরি জানিয়েছেন, ‘যদি মেয়ে হয়, তবে আমরা কষ্ট পাব না। তবে মেয়ে হবে, এমনটা বিশ্বাস হচ্ছে না।’ তিনি জানিয়েছেন, যদি তাকে বেছে নেয়ার সুযোগ দেয়া হয়, তবে তিনি মেয়েই চাইবেন। তবে যে শিশুই আসুক, সে যেন স্বাস্থ্যবান হয়, সেটাই তার সবচেয়ে বেশি কাম্য। তিনি জানান, ছেলেরা সারা দিন মারপিট করে সময় কাটায়। একটা মেয়ে হলে হয়তো পরিবেশটা একটু ভিন্ন হবে। এই দম্পতির ১২তম শিশুর আগমন ঘটেছিল ২০১৩ সালের ৪ আগস্ট। তার নাম টাকার। আর তাদের বয়োজ্যেষ্ঠ ছেলের বয়স এখন ২২ বছর। ক্যাটেরি জানিয়েছেন, মা হতে তার খুবই ভালো লাগে। জীবনের অর্ধেকটা সময় তিনি কাটিয়েছেন মা হয়ে হয়ে।

সূত্র : এপি

No comments

Powered by Blogger.