গাজায় মালালার ৫০ হাজার ডলার দান

গাজায় স্কুল পুনর্নির্মাণের জন্য পাকিস্তানের নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই ওয়ার্ল্ডস চিল্ডেনস প্রাইজ পুরস্কার হিসেবে পাওয়া ৫০ হাজার ডলারের পুরোটাই দান করেছেন। এই অর্থ ব্যয় হবে জাতিসঙ্ঘ পুনর্গঠন সংস্থার মাধ্যমে। বুধবার এক বিবৃতিতে মালালা বলেন, গাজা উপত্যাকার মতো অতি ক্ষুদ্র একটা এলাকায় বিপুল সংখ্যক লোক গাদাগাদি করে থাকে। এদের অর্ধেকের বেশি লোকের বয়স ১৮ বছরের কম। এই অর্থ সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ৬৫টি স্কুল পুনর্নির্মাণে সহায়তা করবে। তিনি বলেন, ভবিষ্যত নির্মাণের জন্য তাদের মানসম্পন্ন শিক্ষা, আশা আর সুযোগ দরকার। তিনি স্টকহোমে পুরস্কারটি গ্রহণ করেন। তিনি বলেন, বিশ্বের প্রতিটি শিশু যাতে আরো ভালো থাকতে পারে এবং আরো ভালো শিক্ষা পেতে পারে, সেজন্য তিনি প্রত্যেকের সাথে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, নিরীহ ফিলিস্তিনি শিশুরা দীর্ঘ দিন ধরে ভয়ঙ্কর ও ভয়াবহ মাত্রায় দুর্ভোগ পোহাচ্ছে। তারা যাতে মানসম্পন্ন শিক্ষা ও নিরাপদ পরিবেশ পায়, সেজন্য সবাইকে কাজ করতে হবে।

No comments

Powered by Blogger.