দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ

সংখ্যালঘুদের ওপর হামলা (বগুড়া :সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার শহরের সাতমাথায় মানববন্ধন করা হয়) বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ব্যুরো, অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
বরিশাল :বরিশালে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন চলাকালে মৃণাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন আক্কাস হোসেন, আফজাল হোসেন, সৈয়দ আনিসুর রহমান, নজরুল হক নীলু, আবুল কালাম আজাদ প্রমুখ।
শেরপুর :ঝিনাইগাতীর বাঁকাকুড়া গির্জায় অগি্নসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন গারো ছাত্ররা। এ সময় পবিত্র ম্রং, জাগিরন চিরান বক্তব্য রাখেন।
বাকৃবি :বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মৌন মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ প্রমুখ।
ঝালকাঠি :জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সরদার মো. শাহ আলম, পৌর মেয়র আবজাল হোসেন, দুলাল সাহা, প্রণব কুমার নাথ ভানু, রেজাউল করিম জাকির, তরুণ কর্মকার প্রমুখ।
গোয়ালন্দ (রাজবাড়ী) :দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, গোলাম মাহবুবুর রাব্বানী, ইউনুছ মোল্লা, নজরুল ইসলাম মণ্ডল, হুমায়ন কবির পলাশ প্রমুখ।
কেশবপুর (যশোর) :জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দুলাল চন্দ্র সাহা, উৎপল দে, কনক দে, মদন সাহা অপু, প্রভাষক নির্মল অধিকারী, অধ্যাপক তাপস মজুমদার প্রমুখ।
নওগাঁ :সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক মঞ্চের মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামল দাস, নাজমুল হক সনি, জয়নাল আবেদীন মুকুল, শংকর রঞ্জন সাহা, রতন কুমার রঘু, জয়ন্ত বর্মণ, অসিত কুমার সাহা প্রমুখ।
খাগড়াছড়ি :জেলা শহরের শাপলা চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিব শংকর দেব, স্বপন দেবনাথ, স্বপন ভট্টাচার্য ও প্রভাত তালুকদার।
বগুড়া :নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রদীপ ভট্টাচার্য শংকর, রাগেবুল আহসান রিপু, হাসান ময়না, শুভাশিস পোদ্দার লিটন, নিভা সরকার স্বপ্না, আমির খসরু সেলিম, জেএম রউফ প্রমুখ।
রাঙামাটি :বিক্ষোভ ও সমাবেশ করেছে সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন। সমাবেশে সভাপতিত্ব করেন জগন্নাথ ভদ্র। বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য প্রমুখ।
রাজবাড়ী :সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন ফকির আবদুল জব্বার, মহম্মদ আলী চৌধুরী, জ্যোতি শংকর ঝণ্টু, অসীম কুমার পাল, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম রেজা, স্বপন কুমার দাস প্রমুখ। এছাড়া স্থানীয় শহীদ স্মৃতি মুক্তিযোদ্ধা চত্বরের সমাবেশে বক্তব্য রাখেন অশোক বাগচী, শিবুপদ বিশ্বাস, গণেশ মিত্র, ভারতী সরকার, প্রদীপ্ত চক্রবর্তী, জয়দেব কর্মকার প্রমুখ।
দিনাজপুর :মনুষ্যত্বের আহ্বান এবং কর্ণাই গ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে পরিমল চক্রবর্তী তপন, উত্তম রায়, অনুপ কুমার দে, ডা. বিকে বোস প্রমুখ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার :চৌমোহনা চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গজনফর আলী চৌধুরী, মকবুল হোসেন, ফণীন্দ্র কুমার ভট্টাচার্য, আশু রঞ্জন দাশ, মওলানা মতিউর রহমান, রমাপদ ভট্টাচার্য যাদু, রায়হান আনসারী, সাজু দেবরায়, সজীব দত্ত প্রমুখ।
ফরিদপুর :হিন্দু নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. বিপ্লব বালা, মানিক মজুমদার, আইভি মাসুদ, আসমা আক্তার মুক্তা, অনিমেষ রায়, অসিত মজুমদার, রাম দত্ত, সৌমিত্র মজুমদার পলাশ, সালামত হোসেন খান, সিরাজুল আজম, অজিত বিশ্বাস প্রমুখ।
সিলেট :সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফারুক মাহমুদ চৌধুরী, আল আজাদ, মোকাদ্দেস বাবুল, হিমাংশু বিশ্বাস, প্রিন্স সদরুজ্জামান, মাহবুবুল আলম, রজত কান্তি গুপ্ত প্রমুখ।
ঈশ্বরদী :ঈশ্বরদীতে আওয়ামী লীগের উদ্যোগে পথসভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ মিন্টু, আবদুস সালাম খান, জুবায়ের বিশ্বাস, আবদুল্লাহ আল মামুন সোহাগ প্রমুখ।
খুলনা :খুলনায় মানববন্ধনে সভাপতিত্বে করেন শ্যামল হালদার। বক্তৃতা করেন বিজয় কুমার ঘোষ, অমিয় সরকার গোরা, প্রশান্ত কুণ্ডু, রতন মিত্র প্রমুখ।
ভালুকা (ময়মনসিংহ) :উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক তিনটি বিক্ষোভ মিছিল বের হয়। ভালুকা ডিগ্রি কলেজ, উপজেলা পরিষদ ও শিমুলতলী এলাকা থেকে মিছিল বের হয়। পুরনো বাসস্ট্যান্ডের স্মৃতিসৌধ চত্বরে এসে এটি সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন_ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।
নোয়াখালী :নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা মৌন মিছিল বের করে। অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সচেতনতামূলক বাণীসমৃদ্ধ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনার ও স্বাধীনতার স্মারক স্তম্ভ প্রদক্ষিণ করেন। তারা দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে হামলার মূল হোতাদের আইনের আওতায় এনে অবিলম্বে শাস্তি প্রদানের দাবি জানান।

No comments

Powered by Blogger.