ইরানের প্রতি মার্কিন বিদ্বেষ স্পষ্ট :খামেনি

পরমাণু আলোচনায় ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বিদ্বেষের বিষয়টি পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গতকাল বৃহস্পতিবার জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ছয় পরাশক্তির বৈঠক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এ মন্তব্য করেন তিনি। এদিকে, গতকালই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু আলোচনা ও সিরিয়া ইস্যুতে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথা বলেছেন। খবর :এএফপি ও রয়টার্স। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো একটি চুক্তিতে উপনীত হয় ইরান ও ছয় পরাশক্তি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি। ছয় মাসের অন্তর্বর্তী ওই চুক্তি অনুযায়ী তেহরান তার পরমাণু কর্মসূচির আংশিক স্থগিত করবে। বিনিময়ে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। এ সময়ের মধ্যে চুক্তিটি পূর্ণাঙ্গ করার কাজ সম্পন্ন করারও কথা রয়েছে। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ওই চুক্তিটি বাস্তবায়নের জন্য নতুন করে আলোচনা শুরু করে উভয়পক্ষ। গত ২৪ নভেম্বর দু'পক্ষের মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি বাস্তবায়নের পথে অবশিষ্ট বিষয়গুলোর নিষ্পত্তিই এ বৈঠকের প্রধান উদ্দেশ্য। আলোচনায় ইতিবাচক ফল আসবে বলে আশাবাদী ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক জাভেদ জারিফ। ইরানের মেহের বার্তা সংস্থা জানায়, জারিফ গতকাল নিজের ফেসবুক পাতায় একটি লেখায় জেনেভায় নতুন দফার আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে, জেনেভায় উভয়পক্ষের বৈঠকটি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনি যুক্তরাষ্ট্র সরকারকে বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে অভিহিত করেন। ইরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'পরমাণু আলোচনায় ইরান, ইরানি জনগণ, ইসলাম ও মুসলমানদের প্রতি মার্কিন কর্মকর্তাদের শত্রুতা ও বিদ্বেষ প্রকাশ হয়ে পড়েছে।'

No comments

Powered by Blogger.