গণজাগরণ মঞ্চের মালোপাড়া লংমার্চ শুরু আজ

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তি ও আক্রান্তদের ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে গণজাগরণ মঞ্চের দুই দিনের রোডমার্চ শুরু হচ্ছে আজ। সকাল সাড়ে ৭টায় শাহবাগ থেকে যশোরের অভয়নগরের মালোপাড়ার উদ্দেশে এই রোডমার্চে রওনা হবেন মঞ্চের সংগঠক ও নেতাকর্মীরা। রোডমার্চের সময় চলতি পথে ছয়টি পথসভা, সমাবেশ ও জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৭টায় শাহবাগ প্রজন্ম চত্বরে জমায়েত, সাড়ে ৭টায় রোডমার্চ শুরু, ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে পথসভা, সকাল ১১টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভা, দুপুর ১টায় ফেরিঘাটে জুমার নামাজের বিরতি, বিকেল ৩টায় ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে সমাবেশ, বিকেল ৪টায় মধুখালীতে মধুবন মার্কেটের সামনে পথসভা, বিকেল ৫টায় মাগুরার খানপাড়া বটতলায় পথসভা এবং সন্ধ্যা ৭টায় যশোর শহরে পেঁৗছে প্রথম দিনের রোডমার্চের মুলতবি ও রাত্রিযাপন।
পরদিন সকাল ৮টায় যশোর শহর থেকে অভয়নগর উপজেলার মালোপাড়ার উদ্দেশে যাত্রা শুরু হবে। সেখানে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মালোপাড়ার আক্রান্ত এলাকা পরিদর্শন, আক্রান্ত মানুষদের সঙ্গে মতবিনিময় ও সহমর্মিতা জ্ঞাপন, সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধকরণ, দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ। বিকেল ৩টায় যশোরের চিত্রা মোড়ে অনুষ্ঠিত হবে জনসমাবেশ। গণজাগরণ মঞ্চের তিন দফা দাবির মধ্যে রয়েছে_ ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন রোধে কঠোর শাস্তি নিশ্চিত করে আলাদা আইন প্রণয়ন; সাম্প্রতিক প্রতিটি নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং সারাদেশে আক্রান্ত পরিবারগুলোর ক্ষতি নিরূপণ করে তা পূরণের ব্যবস্থা করা। সংবাদ সম্মেলনে ইমরান এইচ সরকার বলেন, দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সন্ত্রাস ও হুমকিতে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা চরম অনিশ্চয়তার মধ্যে বাস করছেন। এ অবস্থায় আমরা আবারও সাম্প্র্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে সরকারের দৃষ্টিগ্রাহ্য শক্ত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

No comments

Powered by Blogger.