আপনার রাশি by কাওসার আহমেদ চৌধুরী

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
—কাওসার আহমেদ চৌধুরী
মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
সপ্তাহ আপনার চমৎকারভাবেই কাটবে, শুধু খেয়াল রাখবেন আপনার কথায় যেন কেউ ‘বেশি’ আঘাত না পায়।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
আজকাল প্রায়ই শুনি—‘অ-এস্থায়ী’ জাতীয় উচ্চারণ। আমি ঠিক বুঝতে পারি না—কেন এ রকম হবে! ‘স্থা’-এর সঠিক উচ্চারণ কেন আসবে না, ভাই। না-হলে আর শুদ্ধ বাংলা উচ্চারণের জয়গান গেয়ে লাভ কী? উচ্চারণ ঠিক রাখুন, সপ্তাহ ভালো যাবে।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
কাউকে কড়া কথা বলার আগে নিজের মনটাকে একটু ভিজিয়ে নরম করে নিন; ক্ষতি তো নেই। আছে?
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই।
ভর # ২ > প্রায়ই বিশেষ করে টিভিতে মানী লোকজন সম্পর্কে বলতে শুনি—‘সে বলেছে’, ‘সে করেছে’ ইত্যাদি। বলি, এসব হচ্ছেটা কী? বি কেয়ারফুল! এতে যে বাংলা ভাষারও অপমান হয়—তা তো বুঝতে হবে।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >
এ সপ্তাহে আপনি ‘সম্মান’ এবং ‘সম্মানী’—দুটোই পাবেন বলে মনে হয়।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
চমৎকার কাটবে সপ্তাহ—আনন্দ ও ভালোবাসায়।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
তুলার ঘ্রাণশক্তি প্রবল। অর্থাৎ তার অনুমান করার ক্ষমতা সাংঘাতিক। এই শক্তি দিয়ে সে চলতি সপ্তাহেও সফল হবে।
বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
অসাধারণ বৃশ্চিকের সামনে রয়েছে অসাধারণ সাতটি দিন! বিস্তারিত সপ্তাহজুড়ে দেখুন।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
‘মাইলস’ ব্যান্ডের জন্য একটা গান লিখেছিলাম—‘হারানো মুখ, হারানো সুখ, হারানো স্মৃতি, ফুরোনো মোমবাতি...’—এই গানটি শুনলে সব ধনুরই মনে নতুন কিছু প্রতিক্রিয়া হবে হয়তো।
মকর Capricorn
২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।
ভর # ৩ > ঝকঝকে হাসি দিয়েই তো বাজি মাত করবেন, ভাই!
কুম্ভ Aquarius
২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি।
ভর # ৯ > এ সপ্তাহে আপনার নেতৃত্বগুণ বিকাশ পাবে। প্রতিষ্ঠা ও যশ বাড়বে।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ।
ভর # ৩ > আপনার শক্তি হচ্ছে প্রধানত আপনার মনের শক্তি। এই শক্তির ওপর বিশ্বাস রাখুন, অবশ্যই আপনি জয়ী হবেন।

No comments

Powered by Blogger.