রিমান্ড শেষে কারাগারে সোহেল রানা রানা প্লাজা ধসের পর ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল থেকে তাকে আটক করে র‌্যাব।

সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানাকে দুই মামলায় আট দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার দুপুরে রানাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর সিআইডি পুলিশের সহকারী কমিশনার বিজয় কৃষ্ণকর তাকে কারগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার বিচারিক হাকিম সিরাজ জিন্নাত তা মঞ্জুর করেন।

যুবলীগ নেতা রানাকে এর আগে ধামরাই থানার অস্ত্র ও মাদক মামলায় আট দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২৪ এপ্রিল বুধবার ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এ ঘটনায় নিহত হয়েছে ১১শ’র বেশি মানুষ।

ভয়াবহ ওই ভবন ধসের পর ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল থেকে সোহেল রানাকে আটক করে র‌্যাব।

No comments

Powered by Blogger.