আমার ভাইয়ের রক্তে রাঙানো

 আজ বৃহস্পতিবার, ৪ ফেব্রম্নয়ারি। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা শহরে পর্ূণ দিবস হরতাল পালিত হয়। একই বছরের ২৭ জানুয়ারি পল্টন ময়দানে পাকিসত্মানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের বক্তৃতার প্রতিবাদে ২৯ জানুয়ারি সভা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
৩০ জানুয়ারি বিভিন্ন স্কুল-কলেজে ধর্মঘট পালিত হয়। এ সময় পালিত এসব সভা-সেমিনার থেকে নেয়া সিদ্ধানত্ম অনুযায়ী ৪ ফেব্রম্নয়ারি শহরের সব শিৰা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস ধর্মঘট পালনের ডাক দেয়া হয়। ধর্মঘট শহরভিত্তিক হলেও তা সারা দেশেই পালিত হয়। এভাবে ক্রমান্বয়ে আন্দোলন এগিয়ে যেতে থাকে। বিভিন্ন প্রকার আন্দোলনের সঙ্গে এগিয়ে যাওয়া ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ফেব্রম্নয়ারি মাস এলেই রাজধানীসহ বিভিন্ন স্থানে শুরম্ন হয় সাংস্কৃতিক অনুুষ্ঠান। এ উপলৰে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চলছে সপ্তাহব্যাপী পথনাটক উৎসব। আয়োজক বাংলাদেশ গ্রম্নপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদ। আজ উৎসবের চতুর্থ দিন, পরিবেশিত হবে সাতটি নাটক। শুরম্ন হবে বিকেল চারটা থেকে। বাংলা একাডেমীর মূলমঞ্চে চলছে 'ভাষা আন্দোলনের ইতিহাস কথা: ১৯৪৭-১৯৫৩' শীর্ষক আলোচনাসভা। মহান বিজয় দিবস উপলৰে ইসলামিক ফাউন্ডেশনও ৪৫ দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে। বুধবার বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এমপি। এতে দেশের খ্যাতনামা ৫৫ টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ধর্মীয় সব ধরনের বই রয়েছে এ মেলায়।

No comments

Powered by Blogger.