৪৭তম থেকে এক নম্বরে

গত বছর একটি তালিকার ৪৭তম স্থানে থাকা অভিনেত্রী জেনিফার লরেন্স এবার উঠে এসেছেন সোজা এক নম্বরে। বিশ্বের সবচেয়ে আকাক্সিক্ষত নারী হওয়ার প্রতিযোগিতায় মিলা কিউনিস ও কেট আপটনদের মতো তারকাকে পেছনে ফেলে এবার এগিয়ে গেছেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত এক জরিপে বিশ্বের সবচেয়ে আকাক্সিক্ষত নারীর তালিকায় এক নম্বর আসনটি পেয়েছেন ‘হাঙ্গার গেইমস’ খ্যাত জেনিফার। জরিপটি করা হয়েছিল ওয়েবসাইট ‘আস্কমেন’-এর পক্ষ থেকে।
বরাবরের মতোই ওয়েবসাইটটি তাদের ২০ লাখ ৪০ হাজার পাঠকের ভোটে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারীর ওই তালিকা প্রস্তুত করে। ওয়েবসাইটটির প্রধান সম্পাদক জেমস বাসিলের ধারণা, জেনিফারের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এ তার অভিনীত ভিন্নধর্মী চরিত্রটিই তাকে এনেছে লাইমলাইটে। ‘আস্কমেন’-এর ওই জরিপে পাঠকদের জিজ্ঞাসা করা হয়েছিলো, যদি সুযোগ পাওয়া যায় তবে নিজের ভবিষ্যতের জন্য আকর্ষণীয় সঙ্গিনী হিসেবে তারা কাকে বেছে নেবেন। পাঠকদের ভোটে বিজয়ী জেনিফার ছাড়াও প্রথম পাঁচজনের মধ্যে আরও রয়েছেন যথাক্রমে মিলা কিউনিস, মডেল কেটআপটন, গায়িকা রিহানা ও অভিনেত্রী এমা স্টোন।

No comments

Powered by Blogger.