মালদ্বীপের নতুন সরকারকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের সরকারকে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্র দেশটিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সরকার গঠনের প্রতিশ্রুতি পূরণের অনুরোধও জানিয়েছে প্রেসিডেন্ট ওয়াহিদকে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, দক্ষিণ এশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিক রবার্ট ব্লেক মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। নাশিদকে ব্লেক বলেছেন, মালদ্বীপে একটি শান্তিপূর্ণ শাসনব্যবস্থা গঠনে যুক্তরাষ্ট্র দেশটির পাশে থাকবে। এদিকে নুল্যান্ড বর্তমান প্রেসিডেন্ট হিসেবে ওয়াহিদ ও সাবেক প্রেসিডেন্ট হিসেবে নাশিদকে সম্বোধন করেছেন। ব্লেক শনিবার এক সফরে মালদ্বীপে যাবেন। সেখানে তিনি সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। ওদিকে নাশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে ব্লেক বলেছেন, আমরা মালদ্বীপ সরকারকে আমাদের দৃষ্টিভঙ্গির বিষয়টি জানাচ্ছি। তিনি নাশিদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেন।

No comments

Powered by Blogger.