কপিল-সৌরভের ভিন্নমত

দুজনই ভারতের সাবেক অধিনায়ক। তবে সিনিয়র ক্রিকেটারদের অবসর নিয়ে দুজনের ভাবনা দুই রকম। সৌরভ গাঙ্গুলীর অভিমত, সিদ্ধান্তটা ক্রিকেটারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। আর কপিল দেব মনে করেন, এটা নির্বাচকদেরই দায়িত্ব।
সৌরভের ধারণা, সময় হলে সিনিয়ররা নিজে থেকেই সরে দাঁড়াবেন, ‘পারফরম্যান্স পড়ে গেলে ওরা নিজেরাই চলে যাবে। দ্রাবিড় ও লক্ষ্মণ যেমন ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছে। শচীনও খুব কম খেলে। তরুণেরা সংক্ষিপ্ত সংস্করণে ভালোই করছে। কিন্তু আমি টেস্ট নিয়ে চিন্তিত। সিনিয়রদের চ্যালেঞ্জ করার মতো কাউকে এখনো চোখে পড়েনি। টেস্ট থেকে সিনিয়রদের সরিয়ে দেওয়ার সময় নিশ্চিতভাবেই আসেনি। কপিলের যুক্তি, ‘একজন খেলোয়াড় কখনোই অবসর নিতে চায় না। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখে নির্বাচকদের তাই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

No comments

Powered by Blogger.