সংবাদমাধ্যমে হিনার উজ্জ্বল উপস্থিতি

পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার প্রথমবারের মতো ভারত সফরে ব্যাপক সাড়া ফেলেছেন। গত মঙ্গলবার নয়াদিল্লি পৌঁছান তিনি। এর মধ্যে তাঁর অসংখ্য ভক্ত জুটে গেছে। পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে ভারতের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় তাঁর প্রশংসা করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ছিল, ‘সবচেয়ে সুন্দর চেহারায় পাকিস্তান’।
হাস্যরস সৃষ্টি করতেও পিছপা হয়নি কোনো কোনো পত্রিকা। মুম্বাই মিরর-এর শিরোনামে ছিল, ‘পাক-বোমার ভারতে অবতরণ’।
৩৪ বছর বয়সী পাকিস্তানি এই পররাষ্ট্রমন্ত্রীর ছবির জন্য বিশাল জায়গা ছেড়ে দিয়েছে ট্যাবলয়েড পত্রিকা মেইল টুডে। এতে বলা হয়, গত মঙ্গলবার বিকেলে নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণের পর ফ্যাশন ফ্রন্টের জন্য শতভাগ নম্বর পেয়েছেন তিনি। হিনা রব্বানি খারের পোশাক-পরিচ্ছদ, রোদচশমা, মুক্তোর অলংকার—সব মিলিয়ে তাঁকে ফ্যাশন-দুরস্ত দেখিয়েছে।
দুই সন্তানের জননী হিনা রব্বানীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার তুলনা করেছে দ্য টেলিগ্রাফ পত্রিকা।
রেডিফ ওয়েবসাইটে বলা হয়েছে, হিনা রব্বানি খারের মধ্যে সৌন্দর্য ও মেধার অপূর্ব মিলন ঘটেছে। টুইটারেও তাঁর প্রশংসায় অনেক বার্তা পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.