ম্যান সিটিতে আগুয়েরো

সময় না থাকায় করিন্থিয়ানস চুক্তি করেনি। যাব যাব করেও তাই কার্লোস তেভেজের যাওয়া হয়নি। ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ছেড়ে দিয়ে এখনো রয়ে গেছেন ম্যানচেস্টার সিটিতেই। খবরটি সত্যি হলে সত্যিকার অর্থেই তেভেজের ভবিষ্যৎ আটকে যাবে অনিশ্চয়তার জালে। দলবদলের বাজারে জোর গুঞ্জন, তেভেজের জায়গা নিতে ম্যান সিটিতে আসছেন আরেক আর্জেন্টাইন সার্জিও আগুয়েরো।
যা খবর, তাতে চার কোটি পাউন্ডে ২৩ বছর বয়সী আগুয়েরোর ম্যান সিটিতে যোগ দেওয়াটা শুধুই সময়ের ব্যাপার। তাঁর বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে নাকি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রবার্তো মানচিনির দল। পাঁচ বছর মেয়াদি চুক্তিটা হলে এটা হবে ফার্নান্দো তোরেসের পর ইংলিশ ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার রেকর্ড। ইস্টল্যান্ডে ম্যারাডোনা-জামাতার সাপ্তাহিক বেতন হবে দুই লাখ পাউন্ড!
যদি ম্যান সিটিতে আসেনই, আগুয়েরোই হয়তো কোচ মানচিনির ১ নম্বর স্ট্রাইকার হবেন। কারণ, চলে যেতে চাওয়া অধিনায়ক তেভেজই মানচিনির ১ নম্বর পছন্দ। কিন্তু বারবার চলে যাওয়ার বায়না ধরায় স্বাভাবিকভাবেই তেভেজের প্রতি মানচিনি অসন্তুষ্ট।
আগুয়েরোকে পেলে ম্যান সিটি আরও শক্তিশালী হবে সন্দেহ নেই। ইতিমধ্যেই তারা কথার ফুলঝুরি ফোটাতে শুরু করেছে। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসনের লক্ষ্য, হইচইপ্রিয় ম্যান সিটির মুখ বন্ধ করে দেবেন। ম্যানইউ কোচ কথার তীরটা ছুড়লেন সামনের ম্যানচেস্টার ডার্বি সামনে রেখে। আগামী মাসেই কমিউনিটি শিল্ডে কোলাহলপরায়ণ ম্যান সিটির মুখোমুখি হবে ম্যানইউ।

No comments

Powered by Blogger.