সরে দাঁড়ালেন বিচারক নতুন করে শুনানি শুরু হচ্ছে আজ

ভারতের পশ্চিমবঙ্গের সিঙ্গুরে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া মামলার বিচার-কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমিত্র পাল। আজ বৃহস্পতিবার বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারকাজ থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমিত্র পাল। পরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়কে এই বিচার পরিচালনার দায়িত্ব দেন।
ভারতের সুপ্রিম কোর্ট গত ২৯ জুন এক মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করার নির্দেশ দেন। কিন্তু এক মাস পূরণ হওয়ার আগে বিচারপতি সরে দাঁড়ানোয় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হচ্ছে না বলা যায়। কারণ, নতুন বিচারপতিকে আবার প্রথম থেকে শুনানি শুরু করতে হবে।
বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় গতকাল বুধবার দুই পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলেন। পরে জানিয়ে দেন, আজ বৃহস্পতিবার থেকে নতুন করে এই মামলার শুনানি শুরু হবে।

No comments

Powered by Blogger.