আফগানিস্তানে পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের একটি ব্যাংকের ভেতরে ঢুকে গুলি করে ৪২ জনকে হত্যার দায়ে এক পাকিস্তানি নাগরিককে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
গত ফেব্রুয়ারিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আফগানিস্তানে যুদ্ধ চলাকালে গত ১০ বছরের মধ্যে এটা ছিল অন্যতম ভয়াবহ হামলার ঘটনা।
আদালতের প্রধান প্রশাসক আবদুল মালিক কামাবি বলেন, আদালত জার আজম নামের ওই ব্যক্তিকে তাঁর আফগান সহযোগী মাতিউল্লাহসহ মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। এখন প্রেসিডেন্ট হামিদ কারজাই এ রায় অনুমোদন করবেন। তবে কারজাই এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, এই ঘৃণ্য অপরাধের জন্য আজমকে ফাঁসিতে ঝোলানো উচিত।
হামলার শিকার ওই ব্যাংক থেকে উদ্ধার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের পোশাক পরে আজম ব্যাংকে ঢুকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।
আজম তাঁর অপরাধের জন্য দুঃখ প্রকাশ করেননি; বরং বিবিসির সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, সুযোগ পেলে অন্যদেরও হত্যা করতেন তিনি।
একজন কর্মকর্তা জানান, আজমকে আফগানিস্তানে আশ্রয় দেওয়ার অপরাধে মাতিউল্লাহকেও সমান শাস্তি দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.