কৃষকদের জমি ফেরত দিতে বিল পাস

সিঙ্গুরের বিতর্কিত প্রায় এক হাজার একর জমির লিজ চুক্তি বাতিল করে গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাস হয়েছে। বিরোধী দলের সদস্যরা বিলে অসংগতির অভিযোগ তুলে ওয়াকআউট করেন।
আজ বুধবার বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
এই বিলের মাধ্যমে সরকার ওই ৯৯৭ দশমিক ১৭ একর জমি নিজের হেফাজতে নিয়েছে। বিলে এই জমি থেকে অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দেওয়ার বিধান রাখা হয়েছে।
‘সিঙ্গুরের জমি উন্নয়ন ও পুনর্বাসন বিল’ নামের বিলটি বিধানসভায় পেশ করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে ভূমি সংস্কার দপ্তরের পরিবর্তে কেন শিল্প দপ্তরের পক্ষ থেকে বিলটি পেশ করা হয়েছে, সে ব্যাপারে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় সদস্যরা। বিরোধী বাম দলগুলো এই বিলের বেশ কিছু বিষয়ে ব্যাখ্যা দাবি করে। কিন্তু এ ব্যাপারে সদুত্তর না পেয়ে তারা ওয়াকআউট করে।

No comments

Powered by Blogger.