ভারতে জাদুঘর থেকে খোয়া গেছে মহাত্মা গান্ধীর চশমা

ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা মহাত্মা গান্ধীর গোল ফ্রেমের একটি চশমা পশ্চিমাঞ্চলীয় একটি জাদুঘর থেকে খোয়া গেছে। গতকাল মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান।
মহারাষ্ট্রের নাগপুর শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে সেবাগ্রাম আশ্রম থেকে গান্ধীর ওই চশমা খোয়া গেছে। আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি নেওয়ার সময় খোয়া যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
আশ্রমে একটি তালাবদ্ধ প্রদর্শন-আলমারিতে গান্ধীর ব্যবহূত কলমদানি ও বাথরুমের ব্রাশের সঙ্গে চশমাটিও রাখা ছিল।
আশ্রমের ব্যবস্থাপক আকাশ লোখান্দে পিটিআইকে জানান, চশমাটি কখন খোয়া গেছে, তা পরিষ্কার নয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.