মার্চেন্ট ব্যাংকের প্রধানদের নিয়োগ ও বরখাস্তে এসইসির অনুমোদন লাগবে

মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ, বরখাস্ত ও ক্ষমতার পরিধির ব্যাপারে এখন থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন লাগবে। আজ বুধবার এসইসির নিয়মিত সভায় এ-সংক্রান্ত আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মার্চেন্ট ব্যাংক ও পোর্ট ফোলিও ম্যানেজার বিধিমালা ১৯৯৬-এর সংশোধনী সামান্য কিছু পরিবর্তন সাপেক্ষে আজ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ, বরখাস্ত ও ক্ষমতার পরিধির ব্যাপারে এখন থেকে এসইসির পূর্ব অনুমোদন প্রয়োজন হবে।
সাইফুর রহমান আরও বলেন, এর আগে কমিশন এ-সংক্রান্ত বিধিমালা সংশোধনীর সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে খসড়া তৈরির পর জনমত জরিপের জন্য তা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। জনমত জরিপের বিষয়টি কমিশন সভায় বিশ্লেষণের পর প্রয়োজনীয় বিষয় গ্রহণ করা হয়। এরপর কিছু পরিবর্তন সাপেক্ষে আজ চূড়ান্ত অনুমোদন করা হয়।

No comments

Powered by Blogger.