ফিলিপাইনে স্যুপ খেয়ে দুই শিশুর মৃত্যু, অসুস্থ ৪১

ফিলিপাইনের তুগুয়েগারাও শহরে স্যুপ খেয়ে দুটি শিশু মারা গেছে। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪১ জনকে। নগর পুলিশ গত মঙ্গলবার এ কথা জানিয়েছে। স্যুপে বিষাক্ত কোনো রাসায়নিক মিশে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
শহর পুলিশের প্রধান সুপারিন্টেন্ডেন্ট পেদরো মার্টিরেজ জানান, ফিলিপাইনের তুগুয়েগারাও শহরে একজন শিক্ষিকা তাঁর শিক্ষার্থী ও সহকর্মীদের জন্য স্যুপ বানান। কিন্তু তা খাওয়ার পরই বেশ কয়েকজন ঝিমুনি অনুভব করে ও বমি করতে থাকে। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচ বছরের দুটি মেয়ে মারা যায়।
তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, মার্বেল পরিষ্কারের কাজে ব্যবহার করা অক্সালিক এসিড হয়তো দুর্ঘটনাক্রমে ওই স্যুপে মিশে গিয়েছিল। স্যুপ প্রস্তুতকারী শিক্ষিকা ইচ্ছাকৃতভাবে এটি করেননি বলেই ধারণা করা হচ্ছে। তবে তার পরও ওই শিক্ষিকাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রধান সুপারিন্টেন্ডেন্ট জানান।

No comments

Powered by Blogger.