জয়ললিতা শপথ নেবেন আজ

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আজ সোমবার শপথ নেবেন এআইএডিএমকের নেত্রী জয়ললিতা। গতকাল রোববার তাঁকে এআইডিএমকের সংসদীয় দলের প্রধান নির্বাচন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, গতকাল সকালে এআইডিএমকের সদর দপ্তরে নবনির্বাচিত ১৪৬ জন এমএলএ সর্বসম্মতভাবে জয়ললিতাকে সংসদীয় দলের প্রধান নির্বাচন করেন। পরে সংসদীয় প্রধান নির্বাচিত হওয়ার বিষয়ে চিঠি নিয়ে রাজভবনে যান তিনি। সেখানে গভর্নর এস এস বারনালার সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেন। রাজভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, জয়ললিতাকে প্রথমে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন গভর্নর।
এআইএডিএমকের মুখ্য সচিব এস মালাথি জানান, আজ স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সিনেটর ভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তাঁদের নেত্রী জয়ললিতা।
প্রসঙ্গত, এর আগে ১৯৯১-৯৬ এবং ২০০১-০৬ সাল পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন জয়ললিতা।
গভর্নরের সঙ্গে সাক্ষাতের আগে জয়ললিতা সাংবাদিকদের বলেন, ‘আমি প্রথমে জোর দেব রাজ্যের আইনশৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠার কাজে। গত পাঁচ বছরে রাজ্যের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে। এ অবস্থা পুনরুদ্ধারের চেষ্টা করব।

No comments

Powered by Blogger.