হাইতির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিশেল মারটেলি

সংগীত তারকা মিশেল মারটেলি হাইতির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। গত মার্চে তিনি ভূমিকম্প-বিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন।
গত শনিবার রাজধানী পোর্ট অ প্রিন্সে অবস্থিত হাইতির পার্লামেন্টের অস্থায়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মারটেলি। এ সময় দেশটির সাবেক প্রেসিডেন্ট রেনে প্রেভাল উপস্থিত ছিলেন। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ অন্য অতিথিরাও সেখানে উপস্থিত ছিলেন। ক্লিনটন হাইতি রিকনস্ট্রাকশন কমিশনের কো-চেয়ার। শপথ গ্রহণের সময় মারটেলির এক হাজারেরও বেশি সমর্থক পার্লামেন্টের অস্থায়ী ভবনের বাইরে জড়ো হয়।
শপথ অনুষ্ঠানে মারটেলি হাইতির দ্রুত পুনর্গঠনসহ আধুনিক সেনাবাহিনী গড়ার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া পুলিশ বাহিনী ও বিচার বিভাগের উন্নয়ন, মানুষের জানমালের নিরাপত্তা বৃদ্ধি ও বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিরও অঙ্গীকার করেন তিনি।

No comments

Powered by Blogger.