সিঙ্গাপুরে জাতির জনকের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ

সিঙ্গাপুরের জাতির জনক লি কুয়ান ইয়্যু সে দেশের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন। ১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পর তিনিই ছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী।
সর্বশেষ ৭ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলের বাজে ফলাফলের পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন। তিনি ছেলে প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুংয়ের কাছে দলের নেতৃত্বভার হস্তান্তর করেন।
লি কুয়ান ও সাবেক প্রধানমন্ত্রী গোহ চক এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘সিঙ্গাপুরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে তরুণদের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’
১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লি কুয়ান। এরপর ক্ষমতায় আসেন গোহ চক, তিনি ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
স্বাধীন হওয়ার পর থেকে সিঙ্গাপুরের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আসছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি। তবে সর্বশেষ নির্বাচনে পিএপি মাত্র ৬০ শতাংশ ভোট পেয়েছে, যা ২০০৬ সালের চেয়ে ৬৭ শতাংশ এবং ২০০১ সালের চেয়ে ৭৫ শতাংশ কম।

No comments

Powered by Blogger.