পাঁচ দিন পর দেশের পুঁজিবাজার ঊর্ধ্বমুখী

টানা পাঁচ দিন নিম্নমুখী প্রবণতার পর আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। আজ দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। ফলে বেড়েছে সাধারণ সূচকও। লেনদেন গতকালের চেয়ে কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম আধঘণ্টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫১.২০ পয়েন্ট বেড়ে ৬১৮৩.৭৬ পয়েন্টে দাঁড়ায়। এরপর সূচক কিছুটা নিম্নমুখী হয়ে দুপুর ১২টার দিকে সূচক ১৭ পয়েন্ট কমে যায়। এরপর আবারও সূচক ওঠানামা করে। তবে বেলা পৌনে একটার পর থেকে সূচক আবারও ঊর্ধ্বমুখী হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬০.০৫ পয়েন্ট বেড়ে ৬১৯২.৬২ পয়েন্টে দাঁড়ায়।
এ সময়ে হাতবদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের দাম। আজ ডিএসইতে ৪৭৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩৫ কোটি টাকা বেশি।
লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সালভো কেমিক্যাল, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, মালেক স্পিনিং, আফতাব অটো, ডেসকো, বেক্সটেক্স, এসিআই, এসিআই ফরমুলেশন ও তিতাস গ্যাস।
এদিকে আজ সবচেয়ে বেশি বেড়েছে সালভো কেমিক্যালের শেয়ারের দাম। এ ছাড়া এসিআই ফরমুলেশন, দেশ গার্মেন্টস, রহিমা ফুডস, রেকিট বেনকিজার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, পুরবী জেনারেল ইনস্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, ইস্টার্ন ইনস্যুরেন্স ও অ্যাপেক্স স্পিনিং দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে সিটি ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া ইউনাইটেড ইনস্যুরেন্স, নর্দার্ন জুট, জেমিনি সি ফুডস, মুন্নু জুটেক্স, চতুর্থ আইসিবি, স্টাইল ক্র্যাফট, আইসিবি ইসলামিক ব্যাংক, ইস্টার্ন কেবলস ও আলহাজ টেক্সটাইল দাম কমে যাওয়া শীর্ষ ১০ এর তালিকায় রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০৩.০৯ পয়েন্ট বেড়ে ১৭৩৪৩.১৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫২টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৬২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা কম।

No comments

Powered by Blogger.