শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখতে ভেড়া বলি!

কিরগিজস্তানের পার্লামেন্টে গতকাল বৃহস্পতিবার সাতটি ভেড়া বলি দেওয়া হয়েছে। দেশটির প্রথা অনুযায়ী পার্লামেন্ট কক্ষকে ‘শয়তানের প্রভাব’ থেকে মুক্ত রাখতে এই বলি দেওয়া হয়। গত বছরের জাতিগত সহিংসতা ও শাসনব্যবস্থা পরিবর্তনের প্রেক্ষাপটে আইনপ্রণেতারাই এ সিদ্ধান্ত নেন।
পার্লামেন্টের তথ্য বিভাগ জানিয়েছে, রাজধানী বিশকেকে অবস্থিত ঝোগোরকু কেনেশ পার্লামেন্ট ভবনের দেয়ালঘেঁষে ভেড়াগুলো বলি দেওয়া হয়। দেশটির জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা জানান, আইন পরিষদের প্রতিনিধিরা দুরাত্মা বিতাড়িত করার আশায় বলির সিদ্ধান্ত নেন।
গত বছরের এপ্রিলে প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের বিরুদ্ধে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। জুনের দিকে এ সহিংসতা জাতিগত দাঙ্গার রূপ নেয়। এ অবস্থায় শাসনক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন বাকিয়েভ।
আইনপ্রণেতা ওসমোনভ জানান, ভেড়া বলির মধ্য দিয়ে গত বছরের সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে এবং দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

No comments

Powered by Blogger.