ভারতের চেয়ে পাকিস্তানের মানুষ সুখী

ভারতের চেয়ে পাকিস্তানের মানুষ বেশি সুখী। সুখী দেশের তালিকায় ভারত ৭১তম আর পাকিস্তান ৪০তম অবস্থানে রয়েছে। এই তালিকায় ডেনমার্কের অবস্থান সবার ওপরে। ২০১০ সালজুড়ে ১২৪টি দেশের ওপর জরিপ পরিচালনা করে গবেষণাপ্রতিষ্ঠান গ্যালাপ এই তালিকা তৈরি করেছে। গত বুধবার এই তালিকা প্রকাশ করা হয়।
জরিপে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের ১৭ শতাংশ মানুষ নিজেদের ‘সুখী’ বলে মনে করে। ৬৪ শতাংশ মানুষ মনে করে, তারা সংগ্রাম করছে আর ১৯ শতাংশ দুর্ভোগে আছে বলে মনে করে।
৩২ শতাংশ সুখী মানুষ নিয়ে পাকিস্তান তালিকার ৪০তম স্থানে অবস্থান করছে। এ ছাড়া ১৩ শতাংশ সুখী মানুষ নিয়ে বাংলাদেশ ৮৯তম এবং ১২ শতাংশ সুখী মানুষ নিয়ে চীন ৯২তম অবস্থানে রয়েছে।
২০১০ সালে গ্যালাপের পক্ষ থেকে ১৫ বছরের বেশি বয়সী এক হাজার মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়।
জরিপে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে সুখী মানুষের বাস ডেনমার্কে। দেশটির অধিবাসীদের ৭২ শতাংশ মানুষ নিজেদের অবস্থানে খুশি। এর পরপরই যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে সুইডেন ও কানাডা। দেশ দুটির ৬৯ শতাংশ মানুষ সুখী। ৫৯ শতাংশ সুখী মানুষের দেশ যুক্তরাষ্ট্র।

No comments

Powered by Blogger.